পাক প্রধানমন্ত্রীকে আফগান ক্রিকেটারদের ব্যাট উপহার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২১, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন



পাক প্রধানমন্ত্রীকে আফগান ক্রিকেটারদের ব্যাট উপহার


পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ইমরান খান। তিনি দেশটির রাজধানী কাবুলে অবস্থান করছেন।

আফগান-তালেবান শান্তি আলোচনা ও প্রতিবেশী দেশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ইস্যুতে বিশেষ প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তান সফরে রয়েছেন ইমরান খান। এই সফরে ইমরান খানকে সম্মান দেখিয়েছেন আফগান ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের স্বাক্ষর সংবলিত একটি ব্যাট ইমরান খানকে উপহার দিয়েছে তারা।

ক্রিকেটার থেকে পুরোদুস্তোর রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের সঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাবুলে সাক্ষাৎ করেন আফগান ক্রিকেটাররা। সেখানে তারা তাকে উষ্ণ সংবর্ধনা দেন। তারা নিজেদের স্বাক্ষরসংবলিত একটি ব্যাট উপহার দেন তাকে।

এএন/০৫