ধর্মপাশায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন



ধর্মপাশায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের গণমিলনায়তনে দ্বিতীয় ব্যাচে ২ দিনব্যাপী নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে সবজি ও ফলমূল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ৩টার দিকে সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এই  প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। প্রশিক্ষণে ৩০ জন কিষান-কিষাণি অংশ নেন।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।

 

এসএ/আরআর-১৩