সালমার বোলিং নৈপুণ্যে চ্যাম্পিয়ন ট্রেলব্লেজার্স

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ১০, ২০২০
০৯:৫৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন



সালমার বোলিং নৈপুণ্যে চ্যাম্পিয়ন ট্রেলব্লেজার্স

 

মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন বাংলাদেশের সালমা খাতুন। তার বোলিং নৈপুেণ্য ফাইনালে ট্রেইলব্লেজার্স হারায় গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাসকে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন ফাইনালে প্রতিপক্ষের অধিনায়কসহ সর্বাধিক ৩ উইকেট পান।

গতকাল সোমবার শারজায় অনুষ্ঠিত ফাইনালে ১৬ রানের জয়ে শিরোপা ওঠে স্মৃতি মাদ্ধানার হাতে। 

টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মৃতি মাদ্ধানার হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১১৮ রান করে ট্রেলব্লেজার্স। ৪৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রান করেন মান্ধানা।

১১৯ রান তাড়া করতে নেমে হারমানপ্রিত কউরের সুপারনোভাস করে ৭ উইকেটে ১০২ রান। ১৯তম ওভারে সর্বোচ্চ ৩০ রান করা হারমানপ্রিতকে বোল্ড করেন সালমা। এক বল পরই তুলে নেন পূজাকে। এর আগে রান আউট করেন অঞ্জু পাটিলকে। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা।

তিন দলের এই আসরে সালমা তার দলের হয়ে ফাইনালসহ তিনটি ম্যাচই খেলেছেন। কোনো ম্যাচেই তিনি ব্যাট করার সুযোগ পাননি। তবে বল হাতে ছিলেন উজ্জ্বল। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেলোসিটির বিপক্ষে ২ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন। সুপারনোভাসের বিপক্ষে পরের ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রানে নেন ১ উইকেট।

উল্লেখ্য, আসরে বাংলাদেশ থেকে সালমা ছাড়াও খেলেছেন জাহানারা আলম। তার দল ভেলোসিটি ফাইনালে উঠতে ব্যর্থ হয়। গত আসরে জাহানারা ফাইনাল খেললেও শিরোপা জেতা্ হয়নি তার। টানা দুই আসর খেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি জাহানারা। আর এবার অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হলেন সালমা খাতুন।

এএন/০১