সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২০
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৫:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
ওই প্রতিযোগিতায় খেলার জন্য রবিবার সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল তার।
গাইডলাইন অনুসারে বিদেশ ভ্রমণে ইচ্ছুক সবার কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। সেই সূত্রেই পরীক্ষা করান মাহমুদউল্লাহ। তার রেজাল্ট পজিটিভ এসেছে।
এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
পিএসএলে মঈন আলীর জায়গায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছিল মুলতান সুলতানস। কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তিনি ওই টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবেন না।
এএন/০২