গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২০
১১:৪০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২০
১১:৪০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ৩ হাজার ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন। তাঁর নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে মাহতাব উদ্দিন জেবুল ৩ হাজার ১৩৮ ভোট পেয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ আহমদ পেয়েছেন ২ হাজার ৮৬২ ভোট ও ধানের শীষ নিয়ে বিএনপির আফজল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, নির্বাচনে মোট ভোট প্রয়োগ হয়েছে ১০ হাজার ৭২৯টি। বাতিল হয়েছে মোট ৮৩টি ভোট।
উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন গত ৪ জুন মৃত্যুবরণ করেন। ফলে এ পদটি শূন্য হয়ে যায়।
এফএম/আরআর-০৯