নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২০
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২০
১১:৫৩ অপরাহ্ন
রায়হান হত্যাকান্ডে জড়িত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়া গ্রেপ্তার! এমন গুঞ্জন চলছিল সিলেটজুড়ে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সয়লাব ছিল এই সংবাদে।
তবে আকবরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিতের জন্য সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম ও নাগরিক সেবা) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, আকবরকে গ্রেপ্তারের কোনো সত্যতা নেই।
সিলেট মিররকে এই বিষয়ে তিনি বলেন, আকবরকে গ্রেপ্তারের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে পিবিআই সূত্রে আমাদের জানিয়েছে তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আরসি-০১