রায়হান হত্যার বিচার অবশ্যই হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২০, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন



রায়হান হত্যার বিচার অবশ্যই হবে : পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন।

এসময় তিনি নিহত রায়হানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করে এই ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশ্বস্ত করেন।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের কথা হয়েছে, পুলিশের আইজিপির সাথে কথা হয়েছে। রায়হান হত্যার বিচারে পুলিশ র‍্যাব সবাই কাজ করছে। এই হত্যার বিচার অবশ্যই হবে৷ এসআই আকবর যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, 'সরকার প্রথন দিন থেকেই এই ঘটনা জানে এবং ব্যবস্থা নিচ্ছে৷ এছাড়া এখন কোভিডের সময় তাই হরতাল দেওয়া উচিত হবে না। এদিকে অনেকেই রায়হান হত্যার ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।'

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) এক সফরে ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে প্রথমেই রায়হানের বাড়িতে যান তিনি। বেলা দুইটা পর্যন্ত তিনি রায়হানের বাড়িতেই অবস্থান করেন। 

পররষ্ট্রমন্ত্রীর সাথে এসময় নিহত রায়হানের বাড়িতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

এনএইচ/বিএ-১২