আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে তাহিরপুর প্রেসক্লাবের শোক

তাহিরপুর প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২০
০১:২৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০১:২৩ পূর্বাহ্ন



আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে তাহিরপুর প্রেসক্লাবের শোক

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে বৃহত্তর সিলেট বিভাগের সাংবাদিকতার জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সিলেটের প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।

প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক এম এ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সদস্য আবির হাসান-মানিক, শামসুল আলম আখঞ্জী, রোমান আহমেদ তুষা প্রমুখ।

 

এএইচ/আরআর-১০