জগন্নাথপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২০
১০:২০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২০
১০:২০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে জগন্নাথপুর-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের সৈয়দপুর-বুধরাইল মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের গোয়ালাবাজার থেকে একটি মালবাহী ট্রাক জগন্নাথপুরের সৈয়দপুরে বাজারে যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি নোহা গাড়িকে পাস দিতে গিয়ে ট্রাকটি খাদে গিয়ে পড়ে যায়। এতে ট্রাকে বোঝাইকৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এএ/আরআর-০৩