জগন্নাথপুরে উপনির্বাচন : দেশে ফিরেই প্রচারে বিএনপির প্রার্থী

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন



জগন্নাথপুরে উপনির্বাচন : দেশে ফিরেই প্রচারে বিএনপির প্রার্থী

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমদ দেশে ফিরেছেন। গতকাল সোমবার (২৮ অক্টোবর)  যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ২টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিকেল ৫টায় রাজু আহমেদ তার নিজ বাড়িতে এসে জগন্নাথপুর পৌর বিএনপির আয়োজনে  ধানের শীষ মার্কার সমর্থনে কর্মিসভায় যোগদান করেন।

জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, উপজেলা বিএনপির সদস্য মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপির সদস্য ও পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, পৌর বিএনপি নেতা শাহ মাহফুজুল করিম, নিজাম উদ্দিন, তকবুর মিয়া, শিশু মিয়া, হাবিল মিয়া, হাজী হাসান, মঈন উদ্দিন, জালাল আহমদ, জসিম উদ্দিন, কুটি মিয়া, লেবু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আনহার মিয়া, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আহমদ খান টুনু, জেলা যুবদলের সদস্য ও জগন্নাথপুর পৌর যুবদল নেতা লিটন মিয়া, জেলা যুবদল সদস্য পৌর যুবদল নেতা শামিম আহমদ, জেলা যুবদল সদস্য রওশন মিয়া, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক আহমদ, সাদিক আহমদ, আবুল হাসনাত আমির, পৌর যুবদল নেতা সাদেক আহমদ, তারেক আহমদ, বেলাল আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক বাবুল খান মুন্না, জেলা ছাত্রদল সদস্য শিব্বির আহমদ কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, জুনাইদ আহমদ জুনেদ, শামসুল ইসলাম জাবির, জয়নুর আহমদ, পৌর ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, আলী হোসেন, মাসুদ আহমদ, আব্দুল হক, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা ইমরান আহমদ, রুহুল আমিন প্রমুখ।

কর্মিসভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মেয়র প্রার্থী রাজু আহমদ জগন্নাথপুর বাজারসহ জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

 

এএ/আরআর-১২