দিরাই প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর সদরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জুনাইদ মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, বিএনপি নিতা অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, যুবদল নেতা আল মরিয়াদ তনয় প্রমুখ।
এএইচ/আরআর-০৭