জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২০
১২:২০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
১২:২০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, শিক্ষক মিজানুর রহমান, মখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এএ/আরআর-০৫