সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২০
১২:২২ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
১২:২২ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও দুই চিকিৎসক মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার জানিয়েছেন।
তিনি বলেন, চার দিন আগে ডা. মাহমুদ মনোয়ারের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়েই তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রীও এ হাসপাতালের চিকিৎসক। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু মেডিকেলের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার সকালে বলেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।
গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বিএ-০৯