সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৭:৩০ পূর্বাহ্ন
নতুন অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, তা চলতি অর্থবছরের মূল বরাদ্দের চেয়ে দুই হাজার ৩২২ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ খাতের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৫২০ টাকা।
বিদায়ী বছরের সংশেধিত বরাদ্দে প্রতিরক্ষা মন্ত্রণালয় খরচ করেছে ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা, যা মূল বাজেট থেকে ৪৫৫ কোটি টাকা বেশি। ২০২০-২১ বছরের প্রস্তাবিত বাজেটের বরাদ্দ বিদায়ী বছরের সংশোধিত বরাদ্দ থেকে বেড়েছে ১ হাজার ৮৬৭ কোটি টাকা।
অন্যদিকে আগের অর্থবছরের বাজেটের তুলনায় এবার ৩ কোটি টাকা বাড়িয়ে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এই বিভাগকে ৩৮ কোটি বরাদ্দ দেওয়া হলেও সংশোধিত বরাদ্দে সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১৩১ কোটি টাকায়।
এনপি-১০