খেলা ডেস্ক
জুন ১০, ২০২০
০৯:২৭ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন
করোনা ভাইরাসের কারণে ঝুলে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ আজ। বেশির ভাগ ক্রিকেট বোর্ডের আয়ের বড়ো উৎস এই বিশ্বকাপ বাবদ আইসিসি থেকে পাওয়া অর্থ।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটা সময় মতো হবে, বাতিল হবে, নাকি পেছাবে; এই সিদ্ধান্ত আজই হয়ে যাওয়ার কথা।
আজ বুধবার (১০ জুন) ভার্চুয়াল মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করবে আইসিসি বোর্ড। এ ছাড়া আইসিসির চেয়ারম্যান নির্বাচন, ভারতের সঙ্গে আয়কর ইস্যুর মতো বিষয়ও থাকছে আজকের আলোচনায়।
আইসিসির এই সভার দিকে খুব গুরুত্বের সঙ্গে চেয়ে থাকবে ভারত। কারণ, পরের বছরই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার আয়োজনটা পেছালে ভারতের আয়োজনও পেছাবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন ধামাল পিটিআইকে বলেছেন, ‘আগে আইসিসিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দিন। এবারের আসর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তো আসেনি। আইসিসি একাই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারছে না। এই সময়ের আলোচ্য তিনটি ইভেন্ট—দুটি বিশ্বকাপ ও আইপিএলে বিপুল বিনিয়োগ করে বসে আছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়া। ফলে আজ বোর্ড সভায় তাদের মতামতও খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।
আজকের আইসিসি সভায় পরবর্তী চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা হবে। ব্যক্তিগত কারণে পদত্যাগ করার পরও টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন ভারতীয় আইনজীবী শশাঙ্ক মনোহর। অবশেষে তিনি জানিয়েছেন, তৃতীয় দফায় আর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বোর্ডও তার এই মত মেনে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ফলে নতুন চেয়ারম্যান পেতে যাচ্ছে আইসিসি।
এএন/০২