খেলা ডেস্ক
জুন ১০, ২০২০
০৬:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৬:১৪ পূর্বাহ্ন
করোনাকালে প্রশংসনীয় কর্মকান্ড চালিয় যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। অসহায়, অসচ্ছলদের মুখে খাবার দেওয়ার পাশাপাশি দিচ্ছেন আর্থিক সহযোগিতা। দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধারাও তার সহযোগিতা বঞ্চিত হননি। সেই ধারাবাহিকতায় এবার রংপুরের গর্ভবতী মায়েদের দিচ্ছেন উপহার।
আরিফা জাহান বিথি নামক রংপুর নগরীর এক স্বেচ্ছাসেবী বুধবার থেকে এই সহযোগিতা পৌঁছে দেবেন। আজ মঙ্গলবার (৯ জুন) বিথি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 'তামিম ভাই রংপুরের দেড়শ গর্ভবতী মায়েদের জন্য টাকা পাঠিয়েছেন। আমি আগামীকাল (বুধবার) থেকে সেগুলো উনাদের মাঝে পৌঁছে দেব।'
করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়ানোর পর থেকেই তামিম নিয়েছেন নানামুখী পদক্ষেপ। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি দিয়ে গেছেন আর্থিক সহযোগিতা। দেশে করোনার আবির্ভাবের শুরুতে ২৭ ক্রিকেটারের বেতনের অর্ধেক দান করার যে প্রক্রিয়া তার উদ্যোক্তা ছিলেন তামিম।
জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী সামিউল ইসলাম অর্থাভাবে যখন চরম বিপদে তখনও এগিয়ে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঢাকার মোহাম্মদপুরের ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিতি পাওয়া নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য দিয়েছেন তামিম। করোনা মোকাবিলায় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতেও কাজ করছেন তিনি। এরপর অর্থ সহায়তা দিলেন ৯১ অসচ্ছল ক্রিকেটারকে। জাতীয় দলের সতীর্থ নাজমুল ইসলাম অপুর সঙ্গে জুটি গড়ে খাবার ও অর্থ সহযোগিতা দিয়েছেন নারায়ণগঞ্জের মানুষকে। জেলার দুঃস্থ মুক্তিযোদ্ধাদেরও দিয়েছেন আর্থিক সহযোগিতা। গত তিনদিন আগে নিজ জেলা চট্টগ্রামের ৫০ কোচকে দিয়েছেন আর্থিক সহযোগিতা।
করোনাভাইরাস বাংলাদেশে আঘাত হানার পর থেকেই অসচ্ছল মানুষকে সাহায্য করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী আরিফা জাহান বিথি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট এর মাধ্যমে তার যাত্রা শুরু। করোনাকালে পুরো রংপুর বিভাগে অটোতে করে একাই খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন এই তরুণী। এরপর বড় বোনের পরামর্শে উদ্যোগ নেন নিজের অর্থে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর। সেই ধারাবাহিকতায় এবার টাইগার ওয়ানডে দলপতির তামিম ইকবালের উপহার তাদের মাঝে পৌঁছে দিচ্ছেন বিথি।
এএন/০৮