খেলা ডেস্ক
জুন ১০, ২০২০
১২:১০ পূর্বাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
১২:১০ পূর্বাহ্ন
ক্রিকেট থেকে রিভার্স সুইং হারিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করলেন সরফরাজ নওয়াজ। পাকিস্তানের সাবেক এই পেসার লাহোরের নেটে প্রথম রিভার্স সুইং আবিষ্কার করেছিলেন। অনুশীলনের সময় পুরনো বল ঘষে চকচকে করে দেখেন বাতাসে উল্টো দিকে সুইং করছে। এরপর থেকে পুরনো বলে পেসারদের দুর্দান্ত এক অস্ত্র হিসেবে আর্বিভূত হয় রিভার্স সুইং।
কিন্তু পুরনো বল ঘষার জন্য তো দরকার থুতু বা এ জাতীয় কিছু। শুধু তরল ঘাম দিয়ে যা কঠিন। সরফরাজ় নওয়াজ় তাই করোনা প্রাদুর্ভাবে আইসিসির দেওয়া নির্দেশনায় শঙ্কিত হয়ে পড়ছেন। থুতু ব্যবহার না করতে পারলে ফাস্ট বোলারদের সৌন্দর্য এবং অস্ত্র রিভার্স সুইং হারিয়ে যাবে।
লন্ডন থেকে ভারতের একটি পত্রিকাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সাবেক পাকিস্তান পেস কিংবদন্তি বলেন, 'করোনার জেরে বলের পালিশ নিয়ে কঠিন নিষেধাজ্ঞা এসেছে, তাতে রিভার্স সুইং শিল্পটা শঙ্কায় পড়েছে। বলে থুতু বা লালা না দিলে রিভার্স সুইং হবেই বা কী করে!' রিভার্স বন্ধ হলে পেসারদের জীবন বিপন্ন হয়ে পড়বে জানিয়ে আইসিসিকে ঘাসের উইকেট তৈরির পরামর্শ দিয়েছেন সরফরাজ়, 'তাছাড়া স্পিনারদের ভূমিকা ফের বেড়ে যাবে ক্রিকেটে।'
এক সময় পাকিস্তান ছিল পেসারদের স্বর্গ। এখনও আছে। তবে ভারত এখন পেস আক্রমণে শক্তিশালী দল হয়ে উঠেছে। সরফরাজ এর কারণ উল্লেখ করে বলেন, 'আইপিএল ভারতের ক্রিকেটে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অনেক তরুণ প্রতিভা উঠে আসছে।'
এএন/০৪