‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পেলেন ক্লার্ক

খেলা ডেস্ক


জুন ০৯, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন



‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পেলেন ক্লার্ক

ক্রিকেটে অনন্য অবদানের অস্ট্রেলিয়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ককে রাষ্ট্রীয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাবে সম্মানিত করা হয়েছে। এর আগে এ খেতাব পেয়েছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহ।
২০১৫ সালের বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ক্লার্ক এই সম্মানে  দারুণ খুশি। তিনি বলেন, ‘সত্যি বলছি বিশ্বাসই করতে পারিনি আমি। মনে হচ্ছিল এই জুনে কেউ আমাকে এপ্রিল ফুল উপহার দিচ্ছে। বিস্মিত আমি। তবে এটাও ঠিক নিজেকে সম্মানিতও মনে করছি।’
ফর্মে থাকতেই খেলা ছাড়েন ক্লার্ক। ৩৯ বছর বয়সী এই তারকা ২০১৫ বিশ্বকাপ জেতার পর পরই বলেন গুডবাই। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্টে করেন ৮৬৪৩ রান। ২৪৫টি ওয়ানডে করেন ৭৯৮১ রান। এর আগে রাষ্ট্রীয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ পেয়েছেন রিকি পন্টিং, মার্ক টেলর, স্টিভ ওয়াহ, অ্যালান বর্ডার ও বব সিম্পসনও।

এএন/০৮