খেলা ডেস্ক
জুন ০১, ২০২০
০৮:৫৯ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৮:৫৯ অপরাহ্ন
মাধবপুরে ছক্কা হয়েছে কি হয়নি– এ নিয়ে দুই কিশোরের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে একজনের বাবার রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে।
এ ঘটনায় খেলায় অংশ নেওয়া অপর এক কিশোর ও তার মাকে আটক করেছে পুলিশ। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মীরনগর গ্রামের শুক্কুর মিয়ার ছেলে ও তার ভাগনে সোহেল মিয়া বাড়ির সামনে ক্রিকেট খেলছিল। এ সময় একটি ছক্কা হয়েছে কি হয়নি– এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে বাড়ির নারীরা এ বিষয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ করে শুক্কুর মিয়া অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে শুক্কুর মিয়া মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বোন জুলেখা বেগম ও ভাগনে সোহেল মিয়াকে আটক করা হয়েছে।
এএন/০২