খেলা ডেস্ক
জুন ০১, ২০২০
০৮:৫১ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন
ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। একই পুরস্কারের জন্য নীরজ চোপড়ার নাম দিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন।
জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে মনোনীত হন রোহিত।
শনিবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এক বিবৃতিতে জানান, শেষ তিন বছরের সমস্ত পরিসংখ্যান খতিয়ে দেখা হয়েছে। রোহিত এমন কিছু মাইলফলক ছুঁয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে যা অনেকেই কল্পনা করতে পারে না। আমরা মনে করি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রোহিতই যোগ্য সদস্য। রান করার সঙ্গে ও যে ধারাবাহিকতা ও দায়িত্বজ্ঞান দেখিয়েছে, সেটাই অনেক এগিয়ে রেখেছে রোহিতকে।
অন্যদিকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হন, ইশান্ত শর্মা, শিখর ধওয়ান ও দীপ্তি শর্মা।
এএন/০১