মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত

খেলা ডেস্ক


মে ১৩, ২০২০
০৪:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৪:০৮ পূর্বাহ্ন



মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত

করোনাভাইরাসের মহামারির কারণে জুলাই মাসে হতে যাওয়া মেয়েদের ২০২১ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি। স্থগিত থাকছে ২০২২ সালের যুব বিশ্বকাপ বাছাইয়ের ডিভিশন-২ এর খেলাও।
আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আয়োজক দেশ, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে  টুর্নামেন্টগুলোর সময়সূচী অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।
আগামী ৩ থেকে ১৯ জুলাই শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাই। যাতে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশসহ ১০ দলের।
আর ২৪ থেকে ৩০ জুলাই  যুব বিশ্বকাপের ডিভিশন-২ এর বাছাইয়ের সূচি ছিল ডেনমার্কে।
ক্রিকেট খেলুড়ে অনেকগুলো দেশে করোনার প্রকোপ কমার বদলে বাড়তে থাকায় বাতিল হচ্ছে একের পর এক আন্তর্জাতিক সিরিজ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আছে ঘোর অনিশ্চয়তা।

এআরআর/১০