খেলা ডেস্ক
মে ১২, ২০২০
০১:২৫ অপরাহ্ন
আপডেট : মে ১২, ২০২০
০১:২৫ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আর্থিক সহযোগিতা পাচ্ছেন ১৬’শ অসচ্ছ্বল ক্রিকেটার। ঈদকে সামনে রেখে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় দফা ছেলে ও মেয়ে ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি।
এবার সংখ্যাটি আগের চেয়ে বেশি হবে। শুধু প্রিমিয়ার লিগেরই নয়, প্রণোদনা পাচ্ছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা প্রায় ১৬শ ক্রিকেটার। আর টাকার পরিমান ৫ থেকে ১০ হাজার এর মধ্যে। সোমবার তা নিশ্চিত করেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
করোনায় সৃষ্ট স্থবির অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের ক্রিকেটাঙ্গনের সকল অসচ্ছ্বল ক্রিকেটারদের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটা হোক ছেলে কি মেয়ে। বাদ যাননি ক্রিকেট বোর্ডের অপেক্ষাকৃত কম বেতন ভোগী কর্মচারিরাও। গত ৩ মে দেশের ৭৬টি ক্লাবের জন্য বিশেষ উপহার প্যাকেট পাঠিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সহযোগিতার হাত প্রসারিত করেছে বিভিন্ন জেলা ও বিভাগের অসহায় মানুষের প্রতিও। করোনা এদেশে প্রাদুর্ভাব ছড়ানোর পর থেকে এই পর্যন্ত প্রায় ১৫ হাজার প্যাকেট ত্রাণ দিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন। এখানেই শেষ নয়, সামনের দিনগুলোতে আরো ত্রাণ বিতরণের ইচ্ছেও তাদের আছে।
উল্লেখ্য, প্রথম দফায় প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের ৯৬ ক্রিকেটারকে এককালীন ৩০ হাজা, জাতীয় দল ও বিসিবি’র ক্যাম্পে থাকা নারী ক্রিকেটারদের দিয়েছে ২০ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়।
এআরআর/০৯