এবার আমিরাতে আইপিএল আয়োজনের প্রস্তাব

খেলা ডেস্ক


মে ১২, ২০২০
১১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
১১:৩৭ পূর্বাহ্ন



এবার আমিরাতে আইপিএল আয়োজনের প্রস্তাব

 

ভারতে করোনাভাইরাসের মহামারির কারণে ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে জমজমাটপূর্ণ টি-টোয়েন্টি লিগ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই জানিয়েছে ঠিক কবে নাগাদ আইপিএল মাঠে গড়াবে তা এখনও বলা যাচ্ছে না। এর আগে শ্রীলংকা নিজেদের দেশে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে আইপিএল এর ২০টি ম্যাচ সেদেশে অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনের সময়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘আরব আমিরাত আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে। তবে এখন আন্তর্জাতিক ভ্রমণ একেবারেই অসম্ভব, তাই এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।' আইপিএল স্থগিত হওয়ার পর, নতুন কোন সময়ে এই টুর্নামেন্ট আবারো মাঠে ফেরানো যায় তা নিয় ভাবনায় মগ্ন বিসিসিআই। কিছু স্টেডিয়ামকে সম্পূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তথা নিরাপদ বানিয়ে সেগুলোতে ম্যাচ আয়োজন করা যায় কিনা তাও ভেবে দেখছে সংস্থাটি।

আইপিএল মানেই সোনার ডিম পাড়া হাঁস। যেদেশেই পা রেখেছে সে দেশের ক্রিকেট বোর্ডকে ভাসিয়েছে বড় অর্থনৈতিক লাভে। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাত আইপিএল আয়োজন করে বড় লাভের মুখ দেখেছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের টার্নওভার বেড়ে গিয়ে পৌঁছেছিল ১১ দশমিক মিলিয়ন ডলারে। ২০১৪ সালে আরব আমিরাত আইপিএল আয়োজন করে আর্থিক দিক দিয়ে খুব বেশি মুনাফা না করলেও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিতি পেয়েছিল দেশটি। তাই আইপিএল আয়োজনে এবার আগে থেকেই নিজেদের আগ্রহের বিষয়ে বিসিসিআইকে জানিয়ে রাখল দেশটি।

উল্লেখ্য গত ২৯ মার্চ আইপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা মহামারির কারণে তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। পরিস্থিতি নিরাপদ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় আইপিএলের এবারের আসর।

 

এআরআর/০৫