মুম্বাই পুলিশের পাশে কোহলি-আনুশকা

খেলা ডেস্ক


মে ১১, ২০২০
১১:১৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
১১:১৮ পূর্বাহ্ন



মুম্বাই পুলিশের পাশে কোহলি-আনুশকা

করোনা মহামারিতে মুম্বাই পুলিশের পাশে দাঁড়ালেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। মাঠে খেলা নেই। তারপরও লড়াই থেমে নেই বিরাট কোহলির। স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভারতীয় ক্যাপ্টেন লড়ে যাচ্ছেন করোনা যুদ্ধে। দুজনে মিলে এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন ৩ কোটি রুপি।
এবার এ তারকা দম্পতি মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল মুম্বাই পুলিশের পাশে। কোহলি ও আনুশকা মিলে দিয়েছেন ১০ লাখ রুপির আর্থিক সহায়তা। টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং।
মুম্বাই পুলিশ সিপি টুইটারে লিখেছেন, ‘মুম্বাইয়ের পুলিশ কর্মীদের কল্যাণে ৫ লাখ রুপি করে দেওয়ার জন্য বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে ধন্যবাদ। করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে যারা লড়াই করে যাচ্ছেন তাদের সুরক্ষা দিবে আপনাদের এই অবদান।’
ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছে মহারাষ্ট্রে। এখন পর্যন্ত শুধু এই রাজ্যেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৩ জন। আর মারা গেছেন ৭৩১ জন।

এআরআর/০৩