তিন মায়ের ছবি দিয়ে শ্রদ্ধা মুশফিকের

খেলা ডেস্ক


মে ১১, ২০২০
১০:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
১০:৪২ পূর্বাহ্ন



তিন মায়ের ছবি দিয়ে শ্রদ্ধা মুশফিকের

করোনাভাইরাসের সংক্রমণে এখনো ঘরবন্দী সময় কাটছে অনেকের। এরইমধ্যে এসে গেল মে মাসের দ্বিতীয় রবিবার। মানে আন্তর্জাতিক মা দিবস। গোটা বিশ্বের মানুষই ওই দিন শ্রদ্ধা ভালোবাসায় শুভেচ্ছা জানায় মাকে। ব্যতিক্রম থাকছে না বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় মায়ের বন্দনায় মাতেন সন্তানরা।
মাতৃভক্ত মুশফিকও শ্রদ্ধা জানালেন। তবে একটু ভিন্নভাবে। তার ভালোবাসায় উঠে এসেছে তিন নারী। একজন তার জন্মদাত্রী মা। আরেকজন শাশুড়ি মা। অন্যজন তার সন্তানের মা, মানে তার স্ত্রী।
মুশফিক ফেসবুকে তিনজনের ছবি দিলেন। সেখানে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার লিখেছেন, 'সকল মায়েদের প্রতি ভালোবাসা। এটা বলে বোঝানো যাবে না যে প্রতিদিন তারা তাদের পরিবারের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেন। মা দিবসে সকল মাকে শুভেচ্ছা। আমাদের জীবনের সেরা আশীর্বাদ।'
সত্যিই তাই, মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কোনো কিছুই শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এ কারণেই মা দিবস শুধু একদিনের নয়, প্রতিদিনের।

এআরআর/০১