মেয়ের তৈরী কাবাব ১ মিনিটেই সাবাড় শচীনের!

খেলা ডেস্ক


মে ১০, ২০২০
০১:০৪ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০১:০৪ অপরাহ্ন



মেয়ের তৈরী কাবাব ১ মিনিটেই সাবাড় শচীনের!

 

মেয়ে সারা টেন্ডুলকারের হাতে তৈরী করা কাবাব ১ মিনিটেই সাবাড় করলেন শচীন। ঘরবন্দি থেকেও নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে শেয়ার করছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সম্প্রতি মেয়ের হাতে তৈরী বিট কাবাবের ছবি প্রকাশ করেছেন ভারতীয় তারকা।

গত বুধবার শচীন টেন্ডুলকার ইনস্টাগ্রামে দুটি দৃশ্যের একটি ছবি শেয়ার করেন। ছবিতে একটি দৃশ্যতে দেখা যায় শচীনের হাতে এক প্লেট বিট কাবাব। অন্যটিতে হাতের প্লেটটি ফাঁকা। সঙ্গে বাবা-মেয়ের হাসি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, Ô৬০ সেকেন্ডে খতম। অনবদ্য বিট কাবাবের জন্য ধন্যবাদ সারা টেন্ডুলকার।Õ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে শচীন জানিয়েছেন, সারা একটি Ôটাব্বোলে স্যালাডÕ- বানিয়েছেন।

লকডাউনের এই সময়ে বাসায় কীভাবে সময় কাটান জানতে চাইলে কদিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শচীন বলেন, Ôদিনের শুরু করি খানিকটা শরীরচর্চা করে। এরপর ফোনে আর ভিডিও কনফারেন্সে জরুরি কাজগুলো সেরে নিই। সরকার থেকে যখন নির্দেশনাগুলো জনসাধারণের জন্য ব্যাখ্যা করতে বলা হয়, আমরা সেসবও করছি। আমার ব্যবসায়িক পার্টনারদের অনেকের সঙ্গে কথা বলছি যেন তাদের প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যেও এই বার্তাগুলো ছড়িয়ে দেন। পাশাপাশি প্রথমবারের মতো আমার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। নিজের অভিজ্ঞতা নিয়ে তাঁদের সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছি। সন্তানদের সঙ্গেও সময় কাটাচ্ছি। যদিও ওদের দুজনের বয়স ২০ পেরিয়েছে এবং ওদের নিজস্ব জগৎ আছে। তবে এই সময়টা আমরা যতটা সম্ভব কাজে লাগাচ্ছি পরস্পরের সঙ্গে থাকতে। একদমই বাইরে বেরোতে যেহেতু পারছি না, মায়ের সঙ্গেও সময় কাটাচ্ছি। জীবনের অনেকটা সময় তাঁর সঙ্গে কাটানো হয়নি।'

 

এআরআর/০৬