কোয়ারেন্টিন মেনেই অস্ট্রেলিয়া সফর চায় ভারত

খেলা ডেস্ক


মে ১০, ২০২০
১২:২১ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১২:২১ অপরাহ্ন



কোয়ারেন্টিন মেনেই অস্ট্রেলিয়া সফর চায় ভারত

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলেও বোর্ডগুলো বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ-শ্রীলংকার ক্রিকেট বোর্ড যেমন জুলাইয়ের শ্রীলংকা সফর নিয়ে আলোচনা করছে। ইংল্যান্ড তেমনি সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী।

ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তেমনি আলোচনা চালিয়ে যাচ্ছে ডিসেম্বর-জানুয়ারিতে  অস্ট্রেলিয়া সফর নিয়ে। ওই সিরিজে চারটি টেস্ট তিনটি ওয়ানডে খেলবে ভারত। সিরিজটি না হলে ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে দেশটির। ভারত তাই ওই সফরের ব্যাপারে আগ্রহী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতেও রাজি। ভারতীয় ক্রিকেট দলকে চার্টার্ড বিমানে করে অস্ট্রেলিয়া উড়িয়ে নেওয়া হবে। অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাকও বছরের শেষ দিকে দেশটিতে খেলাধুলা ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং বলেন, 'এছাড়া কিছু করার নেই। সফরের সিদ্ধান্ত হলে সবাইকে অস্ট্রেলিয়া যেতে হবে। সবাই নিশ্চয় ক্রিকেট ফেরাতে চাই। দুই সপ্তাহ কোয়ারেন্টাইন খুব বেশি সময় নয়। এছাড়া ক্রিকেটারদের জন্যও এটা ভালো সুযোগ। দীর্ঘদিন বাড়িতে লকডাউন থাকার চেয়ে ভিন্ন একটা দেশে গিয়ে সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টাইন করা তাদের জন্যও ভালো হবে। ওই লকডাউনের সময় কী কী নিয়ম-নীতি থাকে সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে।'

এছাড়া সফরটা শেষ পর্যন্ত যদি হয়, তাহলে ক্ষতি পুষিয়ে নিতে দুই বোর্ড সফর দীর্ঘ করার ব্যাপারেও আলোচনা করছে। সেক্ষেত্রে চার টেস্টের সিরিজটা পাঁচ টেস্টে পরিণত করা। কিংবা তিন ওয়ানডে সিরিজটা পাঁচ ওয়ানডে করে নেওয়া। অথবা সফরের সঙ্গে দুটি টি-২০ যোগ করে নেওয়া যায় কি-না ভাবছে দুই বোর্ডের কর্মকর্তারা।

 

এআরআর/০৪