কর্মহীন মানুষের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

খেলা ডেস্ক


মে ০৮, ২০২০
১২:২৬ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
১২:২৬ অপরাহ্ন



কর্মহীন মানুষের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

করোনাভাইরাসে বগুড়ায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল সাকিব আল হাসানের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’। বৃহস্পতিবার ওই সংগঠনের পক্ষ থেকে বগুড়া শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয়ে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মাটিডালি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাড়ির কাছে। ত্রাণ বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেটার মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ তারা।
ত্রাণ বিতরণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন মুশফিকুর রহীমের সহপাঠী কেএএম মাসুদুর রহমান। তিনি জানান, তারা গত পাঁচদিনে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এর আগের দিন, বেদে পল্লীসহ কয়েকটি কয়েক এলাকায় আরও ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয় ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে। ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল, আলু, পেঁয়াজ, তেল, ডাল, মিষ্টি কুমড়া ও দুটি করে সাবান দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বগুড়া প্রতিনিধি ডা. তারিক মোহাম্মদ রেজা ও বগুড়া পৌরসভার কাউন্সিলর মেজবাউল হামিদ।

এআরআর/০২