খেলা ডেস্ক
মে ০৭, ২০২০
১২:৪২ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
১২:৪২ অপরাহ্ন
দ্বিতীয় মেয়াদেও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবে থাকছেন শ্রীলংকান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। গত বছরের ১ অক্টোবর নন-ব্রিটিশ হিসেবে এমসিসির প্রেসিডেন্টের সম্মাজনক দায়িত্ব পান সাঙ্গাকারা। এমনিতে এই পদে একজনের মেয়াদ থাকে ১২ মাস বা এক বছর। সে হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর সাঙ্গাকারার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা। কিন্তু করোনার এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বদলের চিন্তা করছে না এমসিসি। অনানুষ্ঠানিকভাবে সাঙ্গাকারাকেই দ্বিতীয় মেয়াদে রাখায় সম্মত হয়েছেন সদস্যরা। এমসিসির বার্ষিক সভায় আগামী ২৪ জুন আনুষ্ঠানিক অনুমোদন হবে এই সিদ্ধান্ত।
সাঙ্গাকারার আগে এক বছরের বেশি দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে কেবল দুজনের। প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত এমসিসির প্রেসিডেন্ট ছিলেন লর্ড হাউকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ছিলেন স্ট্যানলি ক্রিস্টোফারসন।
এআরআর/০৪