কোহলিকে হারিয়ে সেরা ক্রিস গেইল

খেলা ডেস্ক


মে ০৫, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন



কোহলিকে হারিয়ে সেরা ক্রিস গেইল

অনলাইন ভোটাভুটিতে বিরাট কোহলিকে হারিয়ে সেরা হয়েছেন ক্রিস গেইল। ইতিহাস সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাছাইয়ে আয়োজন করে ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। কোয়ার্টার ফাইনাল রাউন্ডে কোহলিকে বড় ব্যবধানে হারিয়ে ক্রিস গেইল উঠেছেন সেমিতে।
এর আগে গত শনিবার ইএসপিএনের ভোটাভুটিতে দেখা যায় ৫০.০২ শতাংশ ভোট পেয়ে জিতেছেন গেইল। তবে কোহলি ভক্তরা অভিযোগ তুলেন, পোল বন্ধ করার সময় কোহলি এগিয়ে ছিলেন। #ShameOnESPNcricinfo হ্যাশট্যাগে প্রতিবাদ জানায়। তাদের তীব্র দাবির মুখে পোলের সময় ৩৬ ঘণ্টা বাড়ায় ক্রিকইনফো। যেখানে গেইলের কাছে আরও বড় ব্যবধানে হেরেছেন কোহলি। মোট ৭৫.৬৫ শতাংশ ভোট পেয়েছেন ক্যারিবিয়ান ওপেনার। ভোট পড়েছে ২১৪০৫৫১টি। ক্রিস গেইলকে বলা হয় ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’।

এআরআর/০৪