গম্ভীরের একাদশে নেই সৌরভ

খেলা ডেস্ক


মে ০৫, ২০২০
১১:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১১:০৭ পূর্বাহ্ন



গম্ভীরের একাদশে নেই সৌরভ

ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রয়েছে সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীরের। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটে দাপট দেখিয়েছেন গম্ভীর। ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যাওয়া গৌমত গম্ভীর বাছাই করেছেন ভারতের সেরা টেস্ট একাদশ। তার সেরা একাদশে জায়গা হয়নি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও সফল সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।
ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশের অধিনায়ক হিবেসে অনিল কুম্বলেকে বেছে নিয়েছেন গম্ভীর। তার দলের দুই ওপেনার সুনীল গাভাসকার ও বীরেন্দ্র সেহবাগ। তিন নম্বরে পজিশনে রাহুল দ্রাবিড়। চারে শচীন টেন্ডুলকার, পাঁচে বিরাট কোহলি, ছয়ে কপিল দেব। সাতে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি।
গম্ভীরের সেরা ভারতীয় টেস্ট দলে দুই পেসার জহির খান ও জভগাল শ্রীনাথ। দুই স্পিনার অনিল কুম্বলে ও হরভজন সিং।

এআরআর/৩