উমরের ফিক্সিংয়ের প্রস্তাবে পালান জুলকারনাইন

খেলা ডেস্ক


মে ০৫, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১২:০৪ অপরাহ্ন



উমরের ফিক্সিংয়ের প্রস্তাবে পালান জুলকারনাইন

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হওয়ার আগেই পাকিস্তানের সম্ভাবনাময় উইকেটরক্ষক ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার। ২০০৭ সালে তার টি-২০ অভিষেক হয়। কিন্তু জাতীয় দলে তিন ফরম্যাটে সুযোগ পান ২০১০ সালে এসে। ওই বছরই দক্ষিণ আফ্রিকায় সিরিজ চলাকালীন টিম হোটেল থেকে পালিয়ে যান তরুণ ওই ব্যাটসম্যান। পরে মৃত্যুর হুমকি পাচ্ছেন জানিয়ে অবসরও নিয়ে নেন তিনি।
জুলকারনাইন জানিয়েছিলেন, তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে তাকে ম্যাচ হারের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি ম্যাচ হারেননি। বরং লড়াই করে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটা জয় এনে দেন তিনি। এক পর্যায়ে ভয়ে তিনি দলের কাউকে কিছু না জানিয়ে ইংল্যান্ড চলে যান।
জুলকারনাইন এবার জানালেন, সেবার তাকে ম্যাচ পাতানের প্রস্তাব দিয়েছিলেন উমর আকমল। ক্যারিয়ারের একমাত্র টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। অথচ প্রতিভাবান ওই ক্রিকেটার জানালেন, উমর আকমল তাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। ওই সিরিজের তৃতীয় ম্যাচে খারাপ খেলার জন্য বার বার হুমকি দেন। মাঠে পানি নিয়ে এসে তাকে হুমকি দিতেন উমর। বাধ্য হয়ে সেই রাতেই তাই লন্ডনে রওনা দেন জ়ুলকারনাইন।
জুলকারনাইন এক টেস্টের পাশাপাশি ক্যারিয়ারে চারটি ওয়ানডে খেলেছেন। চারটি ম্যাচই তিনি খেলেছেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ওয়ানডে সিরিজের আগে তিনি খেলেন তার ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচও। তিনটি টি-২০ খেলেই ইতি পড়ে গেছে তার ক্যারিয়ারে। শোয়েব আখতার-আব্দুর রাজ্জাকদের সঙ্গে খেলা এই ক্রিকেটারকে কামরান আকমলের উত্তরসূরি ভাবা হতো।

এআরআর/০২