নিলামে মুশফিকের ব্যাট কিনতে চান তামিম

খেলা ডেস্ক


মে ০৪, ২০২০
১২:৪৭ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
১২:৪৭ অপরাহ্ন



নিলামে মুশফিকের ব্যাট কিনতে চান তামিম

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহীম। কবে অনলাইন নিলাম হবে তা অবশ্য এখনো নির্ধারণ করেননি বাংলাদেশের এই লিটল মাস্টার। তবে গতকাল বন্ধু তামিম ইকবালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে মুশি জানিয়েছেন, খুব তাড়াতাড়িই হবে নিলাম। আর তামিম সেটারই অপেক্ষায়। কারণ মুশফিকের ইতিহাসগড়া ব্যাটটি কেনার ইচ্ছা আছে তারও।
ইনস্টা লাইভে ব্যাটের নিলামের প্রসঙ্গে তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে টেস্টে হয়তো আরও অনেকে ডাবল সেঞ্চুরি করবে। কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলি তুই। সেটা কেউ ভাঙতে পারবে না। এমন একটা ব্যাট নিলামে তুলবি।
কীভাবে নিলামটা হবে।’
জবাবে মুশি বলেন, ‘খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি, একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করবো, আমার ব্যাট এমন চিন্তা করে নয় অসহায়দের সহায়তা করা হবে এই চিন্তায় যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।’
এরপর মুশফিক তামিমকে উদ্দেশ্য বলে বসেন, ‘ব্যাটটি তুইও তো কিনতে পারিস।’ তামিমের প্রত্যুত্তর, ‘সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছি যে আমি চেষ্টা করবো (নিলাম থেকে ব্যাট কেনার)। আমি বিড করবো, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।’

এআরআর/০৪