খেলা ডেস্ক
মে ০৩, ২০২০
০১:২২ অপরাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০১:২২ অপরাহ্ন
প্রিমিয়ার লিগ বন্ধ তো কি হয়েছে? দল বদলের সময় না হয় লিগ শুরুর আগেই অন্তত ২৫ থেকে ৩০ ভাগ পেমেন্ট ক্রিকেটারদেরকে অগ্রিম করে দেওয়ার কথা বলা আছে। কিন্তু প্রিমিয়ার লিগের চারটি ক্লাব এবার দলবদলের সময় এবং লিগ এক রাউন্ড হয়ে বন্ধ হবার আগে এবং পরে মিলে এখন পর্যন্ত ক্রিকেটারদের চারটি পয়সাও দেয়নি। ক্রিকেটারদের একদমই অগ্রিম পেমেন্ট না করার তালিকায় ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল, ওল্ডডিওএইচএস আর শাইনপুকুর রয়েছে।
এদিকে ক্লাবগুলোর এমন আচরণে যেমন ক্রিকেটাররা অর্থকষ্টে ভুগছেন। একইসাথে প্রিমিয়ার লিগের আয়োজক-ব্যবস্থাপক সংগঠন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনামও যারপরনাই হতাশ।
কাজী ইনাম আহমেদ হতাশার পাশাপাশি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কি বলেন, কি চারটি ক্লাব ক্রিকেটারদের একটি পয়সাও পেমেন্ট করেনি! কিন্তু সিসিডিএম থেকে তো আগেই বলে দেওয়া হয়েছিল, দলবদলের সময়ই অন্তত একটা পার্ট পেমেন্ট করে দিতে হবে। ৫০ ভাগ অগ্রিম দেওয়া সম্ভব না হলেও অন্তত ২৫ থেকে ৩০ ভাগ পারিশ্রমিক অগ্রিম দেওয়ার কথা বিশেষভাবে বলা হয়েছে। সেখানে চারটি ক্লাব যদি একদমই অগ্রিম পেমেন্ট না করে থাকে, সেটা খুবই দুঃখজনক এবং রীতিমত অপ্রত্যাশিত।’
এক প্রশ্নের জবাবে কাজী ইনাম বলেন, ‘সিসিডিএম চেয়ারম্যান হিসেবে আমার প্রথম কাজ হবে আগে ওই চার ক্লাবের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি ভালোমত জানা। কারণ এটা অবশ্যই আইনের বরখেলাপ। কারণ, পরিস্কার বলা হয়েছে, লিগ শুরুর আগে অন্তত চার থেকে তিন ভাগের একভাগ অগ্রিম পেমেন্ট করে দিতে হবে। আমরা চাইবো ক্রিকেটাররা যাতে তাদের পাওনা বুঝে পায়। তবে সেটা একটা নিয়মের মধ্য দিয়েই করতে হবে। ক্লাবগুলোর সাথে কথা বলার পর বোর্ডকে জানাবো এবং বিসিবির প্রধান নির্বাহীর সাথে কথা বলে ওই ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাওনা পরিশোধের কথা জানিয়ে চিঠি দিব ‘
এআরআর/০৮