সর্বকালের সেরা নাইট রাইডার্স দলে সাকিব

খেলা ডেস্ক


মে ০৩, ২০২০
০১:০৮ অপরাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
০১:০৮ অপরাহ্ন



সর্বকালের সেরা নাইট রাইডার্স দলে সাকিব

বার বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন অনেক মহাতারকা। তবে সবাই সমান সাফল্য পাননি। অনেকে তো ভুলে যেতে চাইবেন নাইট রাইডার্সে খেলার অভিজ্ঞতা। আবার এই জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তারকা হয়ে ওঠার উদাহরণও আছে। গত এক যুগের সেইসব ক্রিকেটারদের ভিড় থেকে এবার তৈরি করা হয়েছে সর্বকালের সেরা নাইট রাইডার্স একাদশ। ১৩ জনের দলে অধিনায়ক রাখা হয়েছে গৌতম গম্ভীরকে।
দলে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওপেনিংয়ে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তিন নম্বরে আছেন রবিন উথাপ্পা। চার নম্বরে নামবেন মণীশ পাণ্ডে। পাঁচে নামবেন আন্দ্রে রাসেল। ৬ নম্বরে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাতে ক্যারিবিয়ান অল-রাউন্ডার সুনিল নারিন। আট নম্বরে আছেন লেগস্পিনার পীযূষ চাওলা। চায়নাম্যান কুলদীপ যাদব নয় নম্বরে। দশে পেস আক্রমণ শুরু করবেন উমেশ যাদব। একাদশে অবশ্যই মোহাম্মদ শামি থাকবেন। সেরা এগারজনের বাইরে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে সূর্যকুমার যাদব ও ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার।

এআরআর/০১