খেলা ডেস্ক
মে ০২, ২০২০
১২:৩৪ অপরাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
১২:৩৪ অপরাহ্ন
করোনাভাইরাসে থমকে আছে সবকিছুই। ক্রিকেটাররা গৃহবন্দী। ঠিক এমন সময়ে বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন হয়ে গেল। আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত। ঘরে বসেই দুঃসংবাদ শুনলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিদের পেছনে ফেলে শীর্ষে উঠে গেল অস্ট্রেলিয়া। এরপরই আছে নিউজিল্যান্ড। তিন নম্বরে ভারত।
আইসিসি এক বিবৃতিতে জানাল, 'সেই ২০১৬ সালের অক্টোবর থেকে এক নম্বরে ছিল ভারত। ২০১৬-১৭ মৌসুমে মাত্র একটিই টেস্ট হেরেছিল ভারত। আর জিতেছিল ১২টি। সবশেষ র্যাঙ্কিং আপডেটের সময় সেই রেকর্ড বিবেচনায় নেওয়া হয়নি।'
কিছুদিন আগেই নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারে ভারত। তারপর থেকেই করোনার প্রভাবে বন্ধ আছে খেলা। সেই হারই পিছিয়ে দিল ভারতকে। যদিও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও এক নম্বরে কোহলির দল।
টেস্ট র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশের কমেছে ৫ রেটিং পয়েন্ট (৫৫)। যদিও ওয়ানডেতে ১ রেটিং পয়েন্ট যোগ হয়েছে টাইগারদের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৭ম স্থানে তামিমদের এখন রেটিং পয়েন্ট ৮৮। তবে টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ৮ম স্থানে থেকে রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ২২৯।
ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে দুই নম্বরেই আছে ভারত। ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। ১১৯ নিয়ে দুইয়ে ভারত। টি-টোয়েন্টির প্রথম তিন দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও ভারত আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে। তাদের পয়েন্ট ৩৬০। এরপরই থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ৬৪।
এআরআর/০৩