সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২০
১১:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২০
১১:১৪ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বেজমেন্টে দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে বলে জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে। নিহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী কাজ করছিলেন। তাদের অনেকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তাসংস্থা আগুনে অন্তত ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যহত হয়েছে। স্থানীয় সময় দুপুরে অগ্নিকাণ্ড শুরু হয় এবং সন্ধ্যার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে।
জরুরি পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে-কিয়ুন।
বিএ-০৩