নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২৫
০২:৩৭ অপরাহ্ন
আপডেট : মে ০৩, ২০২৫
০২:৩৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। সরাসরি ফ্লাইটে খালেদা জিয়া প্রথমে সিলেটে সোমবার সকাল নয়টায় অবতরণ করবে। তারপর একই ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
পূর্বের সংবাদ- ৫ মে নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া |
খালেদা জিয়ার সঙ্গে দেশে আসার কথা রয়েছে তাঁর দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ও সিলেটের কৃতী সন্তান জোবায়দা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের।
তাদের বহনকারী বিমানটি সকাল ৯টায় সিলেট বিমানবন্দরে অবতরণ করার কথা। তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করবেন। এসময় তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে সিলেট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী প্রেস মিডিয়ায় পাঠানো যৌথ বিবৃতিতে সিলেট নগরের ৪২টি ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিজ নিজ ব্যানার সহকারে সকাল ৮ টার মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
এএফ/০২