তিনদিনে সৌদি পৌঁছেছেন ১১ হাজার ৬০ জন হজযাত্রী

সিলেট মিরর ডেস্ক


মে ০১, ২০২৫
০২:০৩ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২৫
০২:০৬ অপরাহ্ন



তিনদিনে সৌদি পৌঁছেছেন ১১ হাজার ৬০ জন হজযাত্রী

তিনদিনে সৌদি পৌঁছেছেন ১১ হাজার ৬০ জন হজযাত্রী


নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে ছেড়ে সৌদি আরব পৌঁছেছে হজের সকল ফ্লাইট। এখন পর্যন্ত গত ৩ দিনে ২৭টি ফ্লাইটে ১১ হাজার ৬০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

বৃহস্পতিবার (১ মে) সকালে এসব তথ্য জানান হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। তবে ভিসা জটিলতায় ২৩ জন হজযাত্রী সৌদির ফ্লাইট ধরতে পারেননি বলেও জানান তিনি।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যার হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় এই ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে জানানো হয়। এ সমস্যার সমাধানে এরইমধ্যে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান পরিচালক।

এদিকে এবারের হজযাত্রায় সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা।

জিসি / ০২