সিপিবি নেতা সুমনের বিরুদ্ধে দুটি মামলায় রিমাণ্ড আবেদন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২৫
১২:৩৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২৫
১২:৪৪ অপরাহ্ন



সিপিবি নেতা সুমনের বিরুদ্ধে দুটি মামলায় রিমাণ্ড আবেদন না মঞ্জুর


ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে সাত দিনের রিমাণ্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি একটি মামলায় আসামিকে একদিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

আজ সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন-অর-রশিদের আদালত তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে রিমাণ্ড না মঞ্জুর করেন।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, ‘শুনানি শেষে আদালত আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে করা রিমাণ্ড আবেদন নামঞ্জু করে দুটি মামলার একটিতে জেল গেইটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’

জানা গেছে, গত শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় নিজ বাসা থেকে অ্যাডভোকেটে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পুরনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

এর আগে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে চৌহাট্টা এলাকার পার্শ্ববর্তী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একই দাবিতে শ্রমিক সমাবেশ হয়। বিক্ষোভের এক পর্যায়ে আনোয়ার হোসেনসহ আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল মহানগরের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জনিয়ে রবিবার (২ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। ওই বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার একদিন আগে শুক্রবার মধ্যরাতে আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।


এএফ/০১