খেলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৫
০৮:৩৩ অপরাহ্ন
সিলেটে অনুর্ধ্ব-১৫ ছেলেদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সিলেটের ১৩ উপজেলার অনুর্ধ্ব-১৫ বছরের প্রায় দুই শতাধিক প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ৪টায় নগরের মেন্দিবাগে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রশিক্ষণের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অধিনে সিলেট জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপি এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সহকারী কমিশনার রেজা ই রাব্বি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার, বাফুফে’র ‘এ’ লাইসেন্সপ্রাপ্ত কোচ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, জাতীয় ফুটবল কোচ জাহান ই আলম নূরী রাহেল, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু ও কাযনির্বাহী সদস্য , বাফুফে এএফসি লাইসেন্স প্রাপ্ত কোচ আজিজুর রহমান মিটন, বাফুফে এএফসি লাইসেন্সপ্রাপ্ত কোচ মোঃ কামরুল হাসান, মোঃ খালেদ আহমদ, সালাহউদ্দিন রাজু, রিপন আহমেদ ও সোহেল আহমদ প্রমুখ।
এএফ/০২