সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫
০৮:১৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৫
০৮:১৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেছেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন আর এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবি নয় এটি এখন সারা বাংলাদেশের মানুষের দাবি।’ তিনি আরো বলেন, ‘আজকের এ মিছিল থেকে দালাল কর্মরতাদের উদ্দেশ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই দালালি ছেড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করুন।’
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে’র দাবিতে এনসিপি আয়োজিত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেলে নগরের রিকাবীবাজারের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের চৌহাট্টা, জিন্দাবাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘সিলেটের মাটিতে সাংবাদিক তুরাবসহ যাদের হত্যা করা হয়েছে সেসব হত্যাকান্ডের সুষ্ঠু বিচারে কোনো ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।’ তিনি বলেন, ‘সিলেটের প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা আওয়ামী লীগের নেতা ও নৌকা মার্কায় নির্বাচিতদের নিয়ে সভা ও মিটিং করেন। আজকের এ মিছিল থেকে দালাল কর্মরতাদের উদ্দেশ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই দালালি ছেড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করুন। অন্যথায় সকল দালালদের বিরুদ্ধে কঠোর আন্দোলন চলবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এদেশের ছাত্র জনতা রাজপথে থাকবে। জুলাই আন্দোলনে আমরা আমাদের যে ভাই-বোনদের হারিয়েছি তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশে আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’
এএফ/০৩