সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২০
১০:৫৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২০
১০:৫৫ পূর্বাহ্ন
পশ্চিম অফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ন্যুনো গোমেস নাবিয়াম ও মন্ত্রিসভার তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। অফ্রিকার কোনও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হবার এটিই প্রথম ঘটনা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার পর তিনি সহ অন্য তিনজনকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৭০ জনের মাঝে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের।
এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে আইসিওতে ভর্তি হয়। সুস্থ হয়ে রোববার তিনি কাজে যোগ দিয়েছেন।
এএফ/০২