সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৮, ২০২০
০৯:০৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০৯:০৯ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মারা গেছেন। ওয়ার্ল্ডোমিটারের সোমবারের তথ্য অনুযায়ী, দেশটিতে দেশি-বিদেশি মিলিয়ে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন ১৮ হাজার ৮১১ জন। আর এদের মধ্যে মারা গেছেন ১৪৪ জন।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় কনসুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ১৪৪ জনের মধ্যে ৪৫ জন বাংলাদেশের নাগরিক। সংক্রমণের শিকার হয়েছেন ১৬৯০ জন।
করোনাভাইরাসের সংক্রমণে কোভিড–১৯ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের একটি অংশ এরই মধ্যে খাবারের কষ্টে পড়ে গেছেন। এর পাশাপাশি দেশটিতে ফ্রি ভিসায় যাওয়া কর্মীদের ওপর ঝুলছে দেশে ফেরার খড়গ। কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সংকটকালে তেলের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। এতে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছেন অভিবাসী কর্মীরা।
এনপি-০৩