খেলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২০
১১:৩৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
১১:৩৯ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় সমাপ্ত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্স ছিল হতাশার। সুযোগ তৈরি করেও কোন ম্যাচে জিততে পারেননি সালমা খাতুনরা। বিশ্বকাপে মেয়েদের হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাদের কোচিং প্যানেলে আসতে পারে পরিবর্তন।
এবারের নারী টি-২০ বিশ্বকাপে বাংলদেশ দলের কাছে প্রত্যাশা ছিল বেশি। অন্তত খালি হাতে ফিরবে এমন আশা কেউ করেনি। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আশা আরও জোরালো করে মেয়েরা। কিন্তু মূল আসরে পাকিস্তানে কাছে হারে মুরশিদা খাতুনরা। শ্রীলংকা-নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও তা হাতছাড়া করে।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শাফিউল আলম চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘সবকিছু স্বাভাবিক হলে নারী বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্স মূল্যায়ন করতে বসবো আমরা। আমরা এটা নিয়ে আগেই বসতে চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বসতে পারিনি।’
নারী দলের পারফরম্যান্স পূর্বের তুলনায় ভালো হয়েছে। সেই প্রত্যাশা থেকে গতবারের বিশ্বকাপে দল জয় না পেলেও এবার জয়ের আশা দেখছিল বোর্ড। কিন্তু ফল ভালো না হওয়ায় তাই কোচিং প্যানেলে আসতে পারে পরিবর্তন। কোচিং প্যানেলের অন্তত দু’জনকে বাদ দিতে পারে বোর্ড। নারী দলের কোচ আনজু জৈনও নতুন চুক্তি না পেতে পারেন। তার চুক্তি ছিল টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।
এআরআর/০৪