ত্রাণ নিয়ে ভিক্ষুকের বাড়িতে সাংসদ মানিক

ছাতক প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন



ত্রাণ নিয়ে ভিক্ষুকের বাড়িতে সাংসদ মানিক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দি থাকা ভিক্ষুকদের বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 

তাঁর নির্বাচনী এলাকার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার তালিকাভুক্ত ভিক্ষুক, ঠেলাগাড়িচালক ও অতিদরিদ্র মানুষদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ছাতক পৌরসভার মোগলপাড়া এলাকার প্রতিবন্ধী এক ভিক্ষুকের বাড়িতে নিজেই ত্রাণ নিয়ে যান তিনি। তাকে দেখে আবেগাপ্লুত হয়ে যান সেখানকার ভিক্ষুকরা। 

পরে তিনি বিতরনের জন্য ছাতকের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ত্রাণ তুলে দিয়ে আরও ত্রাণ নিয়ে দোয়ারাবাজারের উদ্দেশে রওয়ানা দেন।

 

এমএ/আরআর