তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ৫১টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের ইমন বেকারির সত্ত্বাধিকারী ব্যবসায়ী আবুল বাসার।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে প্রতি পরিবারকে ৪ কেজি চাল, আধা কেজি আটা, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ৫০০ মিলি সয়াবিন তেল, আধা কেজি লবণ, সাবান ও মাস্ক প্রদান করা হয়।
বাদাঘাট বাজারে অবস্থিত ইমন বেকারির স্বত্তাধিকারী মো. আবুল বাসার বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলাকার অস্বচ্ছল পরিবারের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো জরুরি। কামড়াবন্ধ গ্রামের অস্বচ্ছল ৫১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাধ্যানুযায়ী আরও কিছু পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।
এএইচ/আরআর