দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনার উপসর্গ নিয়ে আবদুস সালাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে তিনি সিলেটের একটি ইটভাটায় শ্রমিকের কাজ ছেড়ে এলাকায় চলে আসেন। এরপর থেকে বেশ কয়েকদিন ধরে ওই যুবক সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। অসুস্থ থাকাবস্থায় তিনি গলা শুকিয়ে যাওয়ার কথা বলতেন এবং বার বার গলায় হাত দিতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ওই যুবক মারা যাওয়ার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন জানিয়েছেন, আজ বুধবার (৮ এপ্রিল) সকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে রিপোর্ট আসার পর জানিয়ে দেওয়া হবে ওই যুবকের করোনা ছিল কি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, যুবকের মৃত্যুর পর বক্তারপুর গ্রামের ১০টি বাড়িসহ ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।