সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২০
০৭:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৭:১২ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ইউসুফ ও ইরফান পাঠান। পাঠান ভাইরা গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শচীন তেন্ডুলকার, বিরাট কোহলির মতো ভারতীয় ক্রিকেটাররা এর আগে অর্থ সাহায্য করেছেন। সৌরভ গাঙ্গুলি আবার স্থানীয়দের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এর আগে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল পাঠান ভাইদের। এবার তাঁরা চাল–আলু বিতরণ করলেন গরিবদের মধ্যে।
ইউসুফ ও ইরফান বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে রয়েছি। আগামী কয়েক দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।’
রবিবার রাতে দেশ জুড়ে নয় মিনিটের জন্য আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আবেদনে সাড়া দিয়েছেন দেশবাসী। তবে তার মধ্যেও বাজি ফাটিয়েছিলেন অনেকে। এটাই মানতে পারছেন না ইরফান। তিনি টুইট করেছেন, ‘সবকিছুই ভাল ছিল, বাজি ফাটানোর আগে পর্যন্ত।’
এআরআর-০৬/বিএ-২৩