দিরাই প্রতিনিধি
এপ্রিল ০৩, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাস থেকে রক্ষায় সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪টি দোকানের মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে দিরাই পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় শাখার কর্মকর্তা মোশাররফ মিয় প্রমুখ।
এছাড়াও সেনাবাহিনীর একটি দল পৌর এলাকায় টহল দিচ্ছে।